• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে হিট স্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি এপ্রিল ২৬, ২০২৪, ১০:১৪ পিএম
লালমনিরহাটে হিট স্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম (৫০) নামে এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজার সংলগ্ন এলাকার রাস্তায় সে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করে। 

রাশেদুল পাশ্ববর্তী হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোদ্দ বিছনদঈ এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মদাতী ইউনিয়নের ওই চামটারহাট বাজারের এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হয়। পরে রাস্তায় প্রচন্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুক চেপে ধরে মাটিতে পড়ে যায়। 

এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করতো। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার চালাতে কষ্ট হওয়ায় সম্প্রতি সে অটোরিকশা চালানো শুরু করে।

মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

এআর

Wordbridge School
Link copied!