• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘রায় সঠিক হয়নি বলা সম্ভব না’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৬, ১১:৪৩ এএম
‘রায় সঠিক হয়নি বলা সম্ভব না’

 ‘আমি একজন আইনজীবী। রায় সঠিক হয়নি বলা সম্ভব না। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ আদালত যা করেন সেটাই ন্যায়বিচার। ভবিষ্যৎ প্রজন্ম তারা এর বিচার কীভাবে করেন সেটা দেখার অপেক্ষায় আছি।’ মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর রিভির আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখার প্রতিক্রিয়ায় তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ব্যক্তিকে যদি সাজা দেন, ভবিষ্যতে যদি দেখা যায় সাজা সঠিক হয়নি, সেটা সংশোধন করা যাবে না। যদিও আপিল বিভাগ সর্বোচ্চ আদালত, এখানে বলার কিছু নেই। সাজানো সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সামনে যা পেয়েছেন সেটা থেকেই নিরুপায় হয়ে সাজা দিয়েছেন।

বিবাদীপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘মীর কাসেমের সেবা খাতে অবদান আছে।এদেশের গণমাধ্যমেও তার অবদান কম না।’

তিনি বলেন, ‘যে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে তারা তদন্ত কর্মকর্তার কাছে এক কথা বলেছেন, আদালতে এসে আরেক কথা বলেছেন। তাদের শিখিয়ে আনা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এখন এটা বিবেচনার দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!