• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সর্বশক্তি দিয়ে কাতারের পাশে দাঁড়াবে ইরান


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০১৭, ১১:২১ এএম
সর্বশক্তি দিয়ে কাতারের পাশে দাঁড়াবে ইরান

ঢাকা: মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারের ওপর সৌদি জোট আরোপিত অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে সর্বশক্তি দিয়ে দেশটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্টের দফতরের রাজনৈতিক শাখার পরিচালক হামিদ আবু তালিব তার টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কাতারের আমির শেখ মোহাম্মাদ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে এই অঙ্গীকার করেন রুহানি। 

জঙ্গিবাদে সমর্থন দেয়ার অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। প্রথমে সৌদি আরব ও বাহরাইন সম্পর্ক ছিন্ন করে এবং পরে তাদের ধারাবাহিকতায় মিসর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। 

এই প্রেক্ষাপটে দেয়া বিবৃতিতে রুহানি বলেন, টেলিফোন আলাপে কাতারের জন্য ইরানের জল-স্থল এবং আকাশপথ সবসময় খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেনর প্রেসিডেন্ট রুহানি।

টেলিফোন আলাপে কাতারকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করেন রুহানি। সে দেশের আমীর শেখ মোহাম্মাদ তামিম-এর সঙ্গে ফোনালাপে পারস্পরিক সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে সৌদি জোটের অবরোধ প্রত্যাখ্যান করেন রুহানি। রুহানি বলেন, ‘আমরা মনে করি, যদি সত্যিই এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকে, তা নিরসনের পথ চাপ প্রয়োগ কিংবা অবরোধ আরোপ নয়।’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!