• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাঈদীর রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায়


আদালত প্রতিবেদক মে ১২, ২০১৭, ০৮:১৪ পিএম
সাঈদীর রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায়

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ কমাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের কার্যতালিকায় রয়েছে। রোববার (১৪ মে) আসামি সাঈদীর ও রাষ্ট্রপক্ষের করা আবেদন দুটি শুনানির দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের কার্যতালিকায় ৩০ নম্বর ক্রমিকে রয়েছে আবেদন দুটি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গত ৬ এপ্রিল এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ১২ জানুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!