• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হিরো আলমের ‘হিরোগিরি’


বিনোদন প্রতিবেদক আগস্ট ৭, ২০১৬, ০৪:৪৩ পিএম
হিরো আলমের ‘হিরোগিরি’

ফেসবুক আর ইউটিউবের কল্যাণে বগুড়ার সহজ-সরল আশরাফুল আলম এখন দেশে ‘হিরো আলম’ নামে ব্যাপক পরিচিত। সেই হিরো আলম সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন।

আলোচিত সেই হিরো আলমকে দিয়ে ‘হিরো আলমের হিরোগিরি’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিডি মিজু। এটুজেড প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত এই শর্টফিল্মটি খুব শিগগিরই যে কোনও টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা।

এই শর্ট ফিল্মটির মাধ্যমে ইভটিজিংয়ের (নিপীড়ন) ক্ষতিকর দিক ও এর থেকে পরিত্রাণের উপায় তুলে ধরার চেষ্টা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এটুজেড। 

এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ব্যতিক্রমধারার একটি কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। বিনোদনের পাশাপাশি আমরা জনগনকে সমাজ সচেতনতামূলক বার্তা দেয়ার চেষ্টা করেছি। আশা করি, এ কাজটিতে দর্শকরা নতুন কিছু পাবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!