• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ছাত্রদলকে ধমকালেন-শাসালেন খালেদা 


স্টাফ করেসপন্ডেন্ট জানুয়ারি ২, ২০১৭, ০২:০২ এএম
ছাত্রদলকে ধমকালেন-শাসালেন খালেদা 

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে গিয়ে ছাত্র নেতাদের যোগ্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক পর্যায়ে তাদের ধমকও দিলেন, শাসালেনও।

ছাত্রদলের নেতাকর্মীরা কেন ছাত্রদের সমস্যা, দুর্নীতি, শিক্ষাব্যবস্থার দুরবস্থা নিয়ে স্লোগান দেয় না তা নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তার মানে তোমরা শুধু স্বার্থটা বোঝো।’

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সাবেক ওই প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা বলেন, ‘আমি যে ইলেকশন কমিশনের প্রস্তাব দিয়েছি, তোমরা কি পড়েছ সবাই? সবাই পড় নাই। তাইলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্রদল কর বা কেন তোমরা যুবদল করবে?’

ছাত্রদের পরামর্শ দিয়ে খালেদা জিয়া বলেন, ‘বস্তির ছেলেপেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই ভালো, উপযুক্ত ছেলেপেলে আসে কি না।’

বক্তব্যের শুরুতেই ছাত্রদলের কর্মকাণ্ডের সমালোচনা করে চেয়ারপারসন বলেন, ‘এখন যখন বিভিন্ন জায়গায় যাই, দেখতে পাই ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটের নামে ‘উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ’- এমন ভাষায় স্লোগান দেয়।’

স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারপারসন বলেন, ‘তোমরা কি বোঝাতে চাও? উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ, এটা কোনো স্লোগান হলো? তোমরা ছাত্র নতুন নতুন স্লোগান তৈরি করবে। আগের দিনের ছাত্ররা নিজেরা স্লোগান তৈরি করত, পোস্টার করত। এখন তো তোমাদের পোস্টার করে দিতে হয়। তৈরি করে দেয়ার পরও সে পোস্টারগুলো ঠিকমতো লাগে না। পড়ে থাকে।’

খালেদা জিয়ার উপস্থিতিতে বিভিন্ন সময় ছাত্রদলের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে থাকেন, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এ প্রসঙ্গে চেয়ারপারসন বলেন, ‘দয়া করে এসব স্লোগান দেবে না। যখন রাজপথে থাকার দরকার ছিল, তখন ছিলে না।’

ছাত্রদলের নেতাকর্মীদের ন্যায় ও সত্যের পথে থাকতে হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘তোমাদের সুশৃঙ্খল থাকতে হবে। সরকারের দমন-পীড়ন, দুর্নীতির কথা গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে। পড়ালেখা করতে হবে। জিয়াউর রহমানের জীবনী পড়তে হবে।’ 

ছাত্রদলের নেতাকর্মীদের নিজের ছেলে মেয়ে হিসেবে উল্লেখ করে বেগম জিয়া বলেন, ‘তোমাদের জাগতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না। তোমরা আমার ছেলেমেয়ে। সেভাবে কাজ করতে হবে। না হলে কষ্ট পাব।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা ও খুলনায় আওয়ামী লীগ নেতার ওপর গুলি বর্ষণের ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রধান বলেন, ‘এই হত্যা বন্ধ করতে হবে। আমি আওয়ামী লীগ-বিএনপি কিছু বুঝি না। খালি বুঝি হত্যা বন্ধ করতে হবে। কোনো দলের লোককে হত্যা করা যাবে না। তারা মানুষ।’

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!