• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উচ্চ আদালতে যাবেন রাগীব আলী


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৬:১২ পিএম
উচ্চ আদালতে যাবেন রাগীব আলী

সিলেট: সিলেটের ‘কথিত’ দানবীর রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার রায় সুবিচার হয়নি বলে মন্তব্য করেছেন তাদের এক আইনজীবী। এজন্য তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর দেয়া রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন রাগীব আলীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত আইনজীবী আব্দুল মুকিত অপি। তিনি রাগীব আলীর মালিকানাধীন দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসেবেও কর্মরত আছেন।

রায়ের প্রতিক্রিয়ায় অপি আরও বলেন, ‘ন্যায়বিচার’ পাওয়ার ব্যাপারে আমাদের আগে থেকেই শঙ্কা ছিল। সে কারনেই অনাস্থা জানিয়েছিলাম। আজকের রায়ে আমরা হতাশ হয়েছি। তাই উচ্চ আদালতে যাব।’

অন্যদিকে বুধবার (১ ফেব্রুয়ারি) আলোচিত এই মামলার যুক্তিতর্কের নির্ধারিত তারিখে আসামীপক্ষের মূল আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে ওকালতনামা প্রত্যাহার করে নেন। ফলে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর তাদের তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানা যায়নি।

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!