• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রুপ দিতে হবে: মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০৫:৫৮ পিএম
হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রুপ দিতে হবে: মাশরাফি

ঢাকা: নিজেদের শততম টেস্টে স্বরণীয় জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। স্বাগতিক দলের বিপক্ষে ৯০ রানের জয়ে বড় ভূমিকা রেখেছে ব্যাটসম্যানরা। বিশেষ করে ওপেনার তামিম ইকবালের অস্টম ওয়ানডে সেঞ্চুরি, সেই সুবাদেই ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মার্চ) ডাম্বুলাতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে সফরকারিরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চান দলের ব্যাটসম্যানরা বড় স্কোর গড়া অব্যাহত রাখুক।

মাশরাফি বলেন, আমি চাই আমাদের ব্যাটসম্যানরা ৫০/৭০ রান পেরিয়ে আরো বড় স্কোর করুক। প্রথম ওয়ানডেতে সাব্বির মিস করলেও তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন। আমরা এই জায়গায় উন্নতি করতে চাই। এটা নিয়মিত করতে পারলে, ম্যাচ জেতা সহজ হয়ে যাবে।’

টাইগার অধিনায়ক বলেন, সিরিজ নিশ্চিত করতে প্রত্যেক ব্যাটসম্যানকে একশ রানে চোখ রাখতে হবে। ব্যাটসম্যানরা ব্যক্তিগত ইনিংসগুলো বড় করতে পারলেই দলীয় সংগ্রহ বাড়বে। কোনও ব্যাটসম্যান যদি তাদের পঞ্চাশের রানকে সেঞ্চুরিতে রূপ দিতে পারে তাহলে জয় সম্ভব।’  

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচে শুরুতে সাব্বিরের ঝড়ো ইনিংস। এরপর সাকিব-তামিমের অসাধারন ব্যাটিং এবং শেষ দিকে মোসাদ্দেক-মাহমুদউল্লাহর ব্যাটিং ঝড়ে ৩২৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ৯০ রানের বড় জয় পাওয়ার পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাশরাফির ভাষ্য, প্রথম ম্যাচে তামিমের সেঞ্চুরিটা না হলে বাংলাদেশের সংগ্রহ ৩০০ পেরুত না, ‘তার সেঞ্চুরিটাই বড় সংগ্রহের কারণ। তামিম ৫০/৬০ রান করে আউট হয়নি। যদি ও (তামিম) ৫০/৬০ রানে আউট হত, তাহলে নিশ্চিত ভাবে ২৭০ কিম্বা ২৮০ হত।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!