• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বায়ত্ব-শাসিত হবে বাংলাদেশ ব্যাংক


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৫:৪২ পিএম
স্বায়ত্ব-শাসিত হবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান করা হবে। অর্থ-মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্ত করা হবে। সরকারি সকল ব্যাংকের নিয়ন্ত্রণ ও পরিচালনা ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেয়া হবে। দেশের পুঁজিবাজার উন্নয়ন করা হবে। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আধুনিকায়ন করা হবে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করার জন্য একটি বোর্ড গঠন করা হবে। দেশের মেধাবী ও যোগ্য লোককে দিয়ে সেই বোর্ড পরিচালনা করা হবে।

ভিশন ২০৩০ তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। বুধবার (১০ মে) বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!