• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছন্দে ফিরলেন মুস্তাফিজ, বড় জয়ে শীর্ষ তিনে ফিরল চেন্নাই


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০২৪, ১০:০৪ এএম
ছন্দে ফিরলেন মুস্তাফিজ, বড় জয়ে শীর্ষ তিনে ফিরল চেন্নাই

ঢাকা: লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে ৩ বলেই ১৯ রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেই বেদনা ভুলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজ। 

ঘুরে দাঁড়াল তার দল চেন্নাই সুপার কিংসও। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে হায়দরাবাদকে ৭৮ রানে হারাল চেন্নাই। বড় জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠেছে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

লক্ষ্ণৌর বিপক্ষে ৩ বলেই ১৯ রান দেওয়া মুস্তাফিজ এদিন ২.৫ ওভার বল করে দিয়েছেন ১৯ রান; ইকোনমি রেট ৬.৭০। এবারের আইপিএলে বোলারদের ওপর দিয়ে যেভাবে ঝড় বইয়ে যাচ্ছে, সে হিসেবে মোস্তাফিজের এই বোলিং ফিগারকে ‘কিপটে’ই বলতে হচ্ছে। নিজের তৃতীয় আর ইনিংসের ১৯তম ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশি পেসারই চেন্নাইয়ের জয় নিশ্চিত করেছেন। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ৯৮ ও ড্যারিল মিচেলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করেছিল চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ ৭ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১৩৪ রানে।

আগের ম্যাচে ১০৮ রানে অপরাজিত ছিলেন গায়কোয়াড়, যা ছিল তার আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংস। তবে মার্কাস স্টয়নিসের বীরত্বে গায়কোয়াড়ের ইনিংসটি বৃথা যায়। আজ ২ রানের জন্য সেঞ্চুরি না পেলেও দল জেতায় আক্ষেপ থাকার কথা নয় চেন্নাই অধিনায়কের। 
 
এআর

Wordbridge School
Link copied!