• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মানব উন্নয়নে ব্যয় হবে সিএসআরের অর্থ 


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৫:৫৭ পিএম
মানব উন্নয়নে ব্যয় হবে সিএসআরের অর্থ 

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিএসআর খাতের অর্থ মানব সম্পদ উন্নয়নে ব্যয় করার জন্য উৎসাহিত করা হবে। দেশের ব্যবসা বাণিজ্যর উন্নয়নে একটি গবেষণা বিভাগ (আরঅ্যান্ডডি) সৃষ্টি করা হবে। দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও বাজার বৃদ্ধির জন্য দক্ষ কর্মী তৈরি করা হবে।

ভিশন ২০৩০ তুলে ধরতে গিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। বুধবার (১০ মে) বিকেল পাঁচটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় খালেদা জিয়া বলেন, অর্থনীতির উন্নয়নে দেশিয় জনবলকে আরো দক্ষ করে গড়া হবে। বাংলাদেশ থেকে বিদেশি চাকুরিজীবীরা প্রতিবছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে যায়। এতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশের জনবলকে সেই পর্যায়ে দক্ষ করে গড়ে তোলা হবে। যাতে বিদেশিদের জায়গায় তারা চাকুরি করতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!