• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২০১৯ সালের মধ্যে সব যৌনপল্লী বন্ধ করবে ইন্দোনেশিয়া


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০১৬, ০৬:২৩ পিএম
২০১৯ সালের মধ্যে সব যৌনপল্লী বন্ধ করবে ইন্দোনেশিয়া

ফাইল ছবি

ঢাকা: ২০১৯ সালের মধ্যে দেশের সব যৌনপল্লী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর বরাতে এ খবর জানিয়েছে জাকার্তা পোস্ট।

যৌনব্যবসা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। দেশটির সরকার ইতিমধ্যে ৬৮টি যৌনপল্লী বন্ধ করে দিয়েছে এবং আগামী তিন বছরে অপর ১০০টি পল্লীও বন্ধ করা হবে বলে মন্ত্রী খোফিফাহ ইন্দর পারাওয়ানসা জানিয়েছেন। অবৈধ হওয়া সত্বেও ইন্দোনেশিয়ার সব বড় শহরে অবাধে যৌনব্যবসা চলছে।

জাকার্তার গভর্নর রাজধানীর উত্তরাংশে অবস্থিত একটি বড় যৌনপল্লী বন্ধ করার কাজ শুরু করেছেন। আসছে রোববার পল্লীটি উচ্ছেদ করার পরিকল্পনা রয়েছে। ২০১৪ সালে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার একটি যৌনপল্লী বন্ধ করে দেন স্থানীয় মেয়র। এই পল্লীটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী হিসেবে বিবেচনা করা হতো।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই/এইচএ

Wordbridge School
Link copied!