• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘বেপরোয়া’ সেটে বেরসিক পুলিশ!


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০১৭, ১২:৩০ পিএম
‘বেপরোয়া’ সেটে বেরসিক পুলিশ!

ঢাকা: শুটিং শুরুর মাত্র তিন দিনের মাথায় বাধার মুখে পড়ল জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘বেপরোয়া’র শুটিং। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এফডিসির সাত নাম্বার ফ্লোরে থেমে থেমে চলছিল শুটিং।

হঠাৎ দুপুরে বেরসিক পুলিশ এসে কিছুক্ষনের জন্য সেই শুটিং থামিয়ে দিল। এ সময় উপস্থিত শিল্পী ও কলাকুশলিরা কিছুটা ভড়কে যান। কলকাতার ১০ জন টেকনিশিয়ান ও ফাইটের লোক সেটে কাজ করা নিয়েই মূলত ঝামেলা।

এ বিষয়ে জাজের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, কলকাতার ১০ জন কলাকুশলি সেটে কাজ করছিল তাদের ওয়ার্ক পারমিট আছে কি না জানতে এসেছিল পুলিশ। পরে আলোচনা সাপেক্ষে আমরা শুটিং শুরু করি। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একটানা চলবে বেপরোয়ার শুটিং। 

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে মহরত অনুষ্ঠিত হয় জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি  ‘বেপরোয়া’।  এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School

আরও পড়ুন

Link copied!