• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কানাডা থেকে জাপান গেলেন প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০১৭, ০৫:২৭ পিএম
কানাডা থেকে জাপান গেলেন প্রধান বিচারপতি

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা(এস কে সিনহা) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন।

সোমবার(১৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান জানান, ‘তিনি কানাডা থেকে  সোমবার জাপান গিয়েছেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এতোদিন প্রধান বিচারপতি কানাডায় অবস্থানরত অসুস্থ মেয়ের মেয়ের কাছে ছিলেন।

জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন তিনি। এ সম্মেলন শেষে তিনি আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।

এসময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারার মো. জাকির হোসেন।

এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!