• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

 ‘চিটাগাইঙ্গা পোয়া’ শাকিবের জন্য বুবলীর অপেক্ষা


বিনোদন প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৭, ০৫:১০ পিএম
 ‘চিটাগাইঙ্গা পোয়া’ শাকিবের জন্য বুবলীর অপেক্ষা

ঢাকা: এফডিসিতে শুরু হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। ছবিতে সুপারস্টার শাকিব খান ‘চিটাগাইঙ্গা পোয়া’র চরিত্রে অভিনয় করছেন, আর বিউটি কুইন বুবলী করছেন ‘নোয়াখাইল্যা মাইয়া’র চরিত্রে। সফল এ জুটির পঞ্চম ছবি এটি। শুক্রবার (৬ অক্টোবর) এফডিসিতে শুটিং শুরু হয়েছে। 

 শুটিং সম্পর্কে বুবলী বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং চলছে। কিছু কাজ আমি করেছি। শাকিবের জন্য অপেক্ষা করছি তিনি এলেই আবার শুর্টি শুরু হবে। এটা আমার পঞ্চম ছবি, আশা করি এই ছবির মাধ্যমে দর্শক নতুন একজন বুবলীকে পাবে।’

ছবির প্রস্তুতি নিয়ে বুবলী বলেন, ‘আমি সব সময় দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আজ আমি প্রায় সাড়ে তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এর মধ্যে এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি নিজেকে এই ছবির গল্পের মেয়েটিতে পরিণত করতে।’

নোয়াখালীর ভাষা নিয়ে বুবলী বলেন, ‘আমি এমনিতে নোয়াখালী অঞ্চলের মেয়ে। কিন্তু বড় হয়েছি ঢাকায়। জীবনে খুব একটা সেখানে যাওয়া হয়নি। যে কারণে সেখানকার ভাষা আমার আয়ত্তে নেই। আমি গত তিন মাসে সেখানকার ভাষা শিখেছি। তবে শুধু ভাষা শিখলেই তো আর হলো না, ভাষার সাথে বডি ল্যাঙ্গুয়েজটাও গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করেছি নিজেকে সেভাবে তৈরি করতে, আশা করি দর্শক নতুন এক বুবলীকে দেখবে এই ছবিতে।’

ছবির গল্প নিয়ে বুবলী বলেন, ‘আমি এমনিতেই একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। গল্পনির্ভর ছবিতে কাজ করার চেষ্টা করছি। এই ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। কারণ ছবির নাম দেখলে মনে হবে দুই এলাকার প্রেমের একটি ছবি, আসলে তা নয়, এই গল্পে দর্শক যেমন দুই এলাকার মানুষের জীবনের গল্প দেখবে, সাথে আরো কিছু বিষয় উঠে আসবে এই ছবিতে।’

ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, ‘শাকিব ও বুবলী এই সময়ের আলোচিত জুটি, দর্শক তাদের ছবি পছন্দ করেছে। তাছাড়া বুবলীর অভিনয় দিন দিন ভালো হচ্ছে। এই ছবিটি কিছুটা কমেডিনির্ভর। আমি এর আগেও শাকিব খানকে নিয়ে কমেডি ছবি বানিয়েছি, ‘রাজা ৪২০’ ছবিটি। সেই ছবিটি দর্শক পছন্দ করেছিলেন, আশা করি এই ছবিও পছন্দ করবে।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!