• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছেলের মা হলেন ছেলে হত্যাকারী মা!


মুন্সীগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৩০, ২০১৭, ০৯:৪৬ পিএম
ছেলের মা হলেন ছেলে হত্যাকারী মা!

হাসপাতালে মা ও নবজাতক

মুন্সীগঞ্জ: সৎ ছেলের হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি কারাবন্দি সুমাইয়া (২০) নামে এক গৃহবধূ ছেলে সন্তান প্রসব করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে সিজারিয়ানের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন।

এদিকে এ খবরে জেলা কারাগারের বিভিন্ন বন্দিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। নবজাতকের দেখাশোনা করছেন নারী কারারক্ষীরা।

কারাসূত্র জানায়, সুমাইয়া তার স্বামী আরিফ হোসেনের প্রথম স্ত্রীর ঘরের ছেলে মো. ইয়াসিন (৭) হত্যা মামলার একমাত্র আসামি। ৬ মাস আগে সৎ ছেলে হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় ইয়াসিন হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুমাইয়া। তখন ওই গৃহবধূ ৩ মাসের অন্তঃসত্বা ছিলেন।

মুন্সীগঞ্জ কারাগারের জেলার ফরিদ উদ্দিন রুবেল জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রসব বেদনা উঠে সুমাইয়ার। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে সিজার করা হয়। এ সময় তিনি একটি ছেলে সন্তান জন্ম দেয়।

তিনি আরো জানান, জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা কারাগার হাসপাতালে চিকিৎসার সব খরচ মেটায়।

এদিকে দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার কারাবন্দি অবস্থায় সন্তান জন্ম দেয়ার খবর পেয়ে ছুটে এসেছেন স্বামী আরিফ হোসেন। তিনি একজন সেনা সদস্য।

আরিফ হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, দ্বিতীয় স্ত্রীর সন্তান জন্ম দেয়ার সুখবরটি তাকে দিয়েছেন কারা কর্তৃপক্ষ। এরপরই তিনি সন্তানের মুখ দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন। তিনি আরো জানান, এক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। ওই পক্ষে ইয়াসিন নামে একটি ছেলে সন্তান রয়েছে তার। এরপর সুমাইয়াকে দ্বিতীয় বিয়ে করেন আরিফ। সুমাইয়া ও আরিফ হোসেন জেলার সিরাজদীখান উপজেলার বয়রাগদি গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের দিকে জেলার সিরাজদীখানের বয়রাগাদি গ্রামে স্বামীর প্রথম স্ত্রীর ঘরের ছেলে ইয়াসিন হত্যাকান্ড ঘটে। ইয়াসিনকে হত্যার পর পুকুরের কঢ়ুরিপানার ভেতর গুম করার পর পুলিশ লাশ উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে দ্বিতীয় স্ত্রী সুমাইয়াকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুমাইয়া। পরে আরিফ হোসেন বাদী হয়ে সুমাইয়ার নামে হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!