• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দেশে গণতন্ত্র নেই


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৮, ১২:১৭ পিএম
দেশে গণতন্ত্র নেই

ফাইল ছবি

ঢাকা: দেশে কোনো গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সব কথা বলেন।

এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় আলোচনা করেন। 

হোটেলে পৌঁছার সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফখরুল

খালেদা জিয়া বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে নির্বাচন হবে কীভাবে। তারা বলেছে নির্বাচন হবে ডিসেম্বরে, তাহলে এত অগে তারা কেন প্রচারণায় নেমেছে, তহালে নৌকা এত ডুবে গেছে?’

‘তারা বিএনপিকে ভয় পায় বলে আমাদের সোহরাওয়ার্দী উদ্দানে সভা করতে দেয়নি। সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।’

গুম, খুন এখন নিত্যদিনের ঘটনা, প্রতিনিয়তিই এটা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি।

সভার শুরুতেই মোনাজাতে খালেদা

এস কে সিনহার পদত্যাগের কথা উল্লেখ করে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সর্বোচ্চ আদালত এখন সরকারের কব্জায়। সরকার প্রতিনিয়ত যে দুর্নীতি করছে তখন সাবেক প্রধান বিচারপতি যখন সেটা বলেছে তখন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেখানে সঠিক বিচার আশা করা যায় না। 

উল্লেখ্য, খালেদা জিয়ার বক্তব্যসহ পুরো সভা ফেসবুকে লাইভ প্রচার করা হচ্ছে। তিনটি পেইজ থেকে এই ভাষণ দেখা যাচ্ছে। এগুলো হলো: Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org Facebook.com/bnplivenettv

 

হোটেলের বাইরে বিএনপি কর্মীদের অবস্থান

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!