• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইডেন ছাত্রীদের হয়রানি, গ্রেপ্তার ৪


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৮, ০৯:৫১ পিএম
ইডেন ছাত্রীদের হয়রানি, গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীর ইডেন মহিলা কলেজের চার শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বলাকা মার্কেটের একটি কাপড়ের দোকানের চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নজরুল, আল আমীন, আবুল হোসেন ও নয়ন নিউ মার্কেটের উল্টো দিকের বলাকা মার্কেটের ‘শাহনূর ফ্যাশন’ নামের একটি দোকানের কর্মচারী।

শনিবার (২৪ মার্চ) বিকালে ওই দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন।

এর আগের দিন বিকালে ইডেনের ওই চারজন শিক্ষার্থী এবং তাদের একজনের মা কেনাকাটা করতে ওই মার্কেটে যান। এ সময় হঠাৎ করে শিক্ষার্থীর মা মার্কেটের অন্য একটি গলিতে ঢুকে পড়ায় তারা খুঁজে পাচ্ছিল না।

এই চারজন তখন খোঁজাখুঁজি না করে ‘শাহনূর ফ্যাশন’ নামের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় দোকানের কর্মচারীরা তাদের তাড়িয়ে দেয়ার চেষ্টা চালায়।

এ সময় শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানালে তারা আজেবাজে কথা বলে এবং বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে একজনের কাপড় ধরে টানও দেয়। এরইমধ্যে সেই মা ঘটনাস্থলে আসলে কর্মচারীরা তার সাথেও বাকবিতণ্ডা করে। এক পর্যায়ে ধাক্কাও দেয়। পরে তারা সেখান থেকে চলে আসে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীদের একজন শনিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ দোকানে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!