• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় শুভমিতা, রবী ঠাকুরের স্মরণে গাইবেন রাতে


বিনোদন প্রতিবেদক আগস্ট ৬, ২০১৮, ০১:২৭ পিএম
ঢাকায় শুভমিতা,  রবী ঠাকুরের স্মরণে গাইবেন রাতে

শুভমিতা বন্দ্যোপাধ্যায়

ঢাকা: ঢাকায় রয়েছেন কলকাতায় জনপ্রিয় গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। রবীন্দ্রসংগীতসহ আধুনিক বাংলা গানের নানা শাখায় রয়েছে তার সরব বিচরণ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে কলকাতা থেকে ঢাকায় আসলেন তিনি। উদ্দেশ্য আরটিভির বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’-তে অংশ নেওয়া। এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বিভিন্ন গান গেয়ে শোনাবেন তিনি। সেই সাথে দর্শকদের পছন্দের গানও শোনাবেন।

নিশ্চিত করেছে আরটিভি সূত্র। অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ৬ আগস্ট, সোমবার রাত ৮টা থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শাহ্ আমীর খসরু।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!