• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

লাওসকে হারিয়ে বাংলাদেশের দুরন্ত শুরু


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১, ২০১৮, ০৯:০৭ পিএম
লাওসকে হারিয়ে বাংলাদেশের দুরন্ত শুরু

ঢাকা: লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে দুরন্ত শুরু করল বাংলাদেশ। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলে। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। আক্রমণভাগের দুই খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। অবশেষে গোল এসেছে ৫৯ মিনিটে।  জীবনের বাঁকানো শট গোলরক্ষক শট ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন সুফিল। তা হলে হবে কী সেটিও ঠেকিয়ে দেন লাওসের গোলরক্ষক। তবে বল পোস্টের সামনেই পড়ে। বিপলুর শটে লাওসের গোলরক্ষকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

অবশ্য বাংলাদেশ এগিয়ে যেতে পারত ১১ মিনিটেই। ডিফেন্ডার ওয়ালি ফয়সালের লম্বা পাস ধরে বাম দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন জীবন। এ যাত্রায় অল্পের জন্য বেঁচে যায় লাওস। ২৩ মিনিটে জীবনের ক্রসে ফাঁকায় দাঁড়িয়েও বল-মাথার সংযোগ ঘটাতে পারেননি রবিউল হাসান। ২৫ মিনিটে বক্সে গোলরক্ষককে একা পেয়েও শরীরের সব শক্তি প্রয়োগ করে বল বাইরে মারেন মাহবুবুর রহমান সুফিল।

৪৭ মিনিটে সুফিল আবার সহজ মিস করেন। বক্সের সামনে থেকে তিনি বল মারেন বাইরে। ৪৯ মিনিটে লাওসের সামনে সুযোগ এসেছিল। ডান দিক দিয়ে দ্রুত গতিতে ঢুকে নাথফাসুক শট নিলে ক্রসবারের বাইরে দিয়ে চলে যায়।

বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা, ওয়ালি ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিপলু আহমেদ (মামুনুল ইসলাম), জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, রবিউল হাসান (জাফর ইকবাল), মাহবুবুর রহমান সুফিল (ইব্রাহিম) ও নাবীব নেওয়াজ জীবন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!