• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গভবনে নির্বাচন কমিশন প্রতিনিধি দল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৮, ০৫:১৬ পিএম
বঙ্গভবনে নির্বাচন কমিশন প্রতিনিধি দল

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ৩টা ৩৫ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন।

নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের জন্য বিকেল ৪টায় নির্ধারিত রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এর আগে জানিয়েছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আগামী শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নির্বাচনের তফসিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি নূরুল হুদা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!