• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

‘বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন যুবকরা’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৮, ০৭:২০ পিএম
‘বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন যুবকরা’

ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী ‘যুব দিবসে’ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুব সমাজের জন্য হাজার হাজার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের সরকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। যে কোনো যুবক বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সরকার বিভিন্ন মেয়াদে ট্রেনিং দিচ্ছে। এ ট্রেনিং নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যুবকদের কথা চিন্তা করে সরকারি বিভিন্ন খাতের সঙ্গে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতেও প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। যুব সমাজকে কাজে লাগানোর জন্য আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করেছি। হাজার হাজার ছেলে-মেয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে সরাসরি চাকরিকে প্রবেশ করছে। কেউ কেউ সংশ্লিষ্ট বিষয়ের ওপর সার্টিফিকেট নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এভাবে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!