• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এই প্রথম ঢাকায় বাংলাদেশ-ভারত মহিলা হকি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৮, ০৯:০৫ পিএম
এই প্রথম ঢাকায় বাংলাদেশ-ভারত মহিলা হকি

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসেছে বিদেশী কোন মহিলা হকি দল। যুগান্তকারি এই টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। স্বাগতিক ঢাকা একাদশের বিপক্ষে খেলতে এরইমধ্যে পৌঁছে গেছে কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবের মহিলা হকি দল।

বুধবার (৭ নভেম্বর) বিকাল তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মহিলা দল। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো: ফেরদৌস খান।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যৌথ উদ্যোগে কলকাতা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলবে ৭, ৮ ও ১০ নভেম্বর। মঙ্গলবার বিকালে হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ভালো খেলার প্রত্যয় ব্যাক্ত করেন বাংলাদেশ মহিলা হকি দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়রা।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী স্বীকার করলেন, ‘দলটির সাথে আরো আগেই আমাদের যুক্ত হওয়া উচিত ছিল। বিভিন্ন কারনে তা হয়নি। তারপর অতিথি দলটির থাকা-খাওয়া ও সাইট সিয়িংয়ের দায়িত্ব নিয়েছে ফেডারেশন। ভবিষ্যতের জন্যও আমরা যথেষ্ট যত্নবান হবো। দলটিকে ধরে রাখার চেষ্টা করবো।’

ম্যানেজারের দায়িত্ব পালন করা তারিকউজ্জামান নান্নু বলেন, ‘এই প্রথমবারের মতো বিদেশী কোন মহিলা হকি দল খেলতে এসেছে। স্বাধীনতার পর এমন একটি টুর্নামেন্টকে নিশ্চই আমরা স্মরণীয় করে রাখবো। হার জিত এর চেয়ে যুগান্তকারি ঘটনার সৃষ্টিতে পাথেয় হতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে। বাহফে কে ধন্যবাদ। তারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’

দলের কোচ হেদায়েতুল ইসলাম রাজীব জানান, ‘প্রায় দুবছর ধরে দলটির সাথে লেগে আছি। অল্প সময়ের ক্যাম্পিংয়ে তারা নিজেদেরকে যোগ্য করে তুলেছে। তাদের আগ্রহ দেখে বিশ্বাস করতে পারি যে কলকাতা দলটির সাথে আমরা ভালো করবো।’

অধিনায়ক রিত খানম জানান, ‘আমরা ইতিহাসের অংশ হতে যাচ্ছি ভেবে একটু ভয়ও কাজ করছে। বাংলাদেশে এখনো কোন বিদেশী দলে খেলেনি। আমরা প্রথম হিসেবে আশা করছি বাংলাদেশের মান রাখতে পারবো।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ১৯৭৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশে মহিলা হকি দলের সদস্য ও বর্তমান দলের সহকারি ম্যানেজার পারভীন পুতুল, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী গোলাম কুদ্দুস নবী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!