• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধদের একজনের মৃত্যু


নারায়ণগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০১৮, ১১:১৯ এএম
নারায়ণগঞ্জে আগুনে দগ্ধদের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: জেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধদের একজন মারা গেছে। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান তিনি। বুধবার নারায়গঞ্জে ফতুল্লায় লাইনের ছিদ্র থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুণ লেগে একই পরিবারের নয় জন দগ্ধ হয়। তাদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু।

স্থানীয়রা জানান, হক বাজারে তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে এই আগুন লাগে। ভোরে রান্নার চুলা জ্বালানোর সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় চিৎকার শুনে তাদের উদ্ধার করে স্থানীয়রা।

পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বিষয়টি তদন্ত করে আগুনের সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল চিকিৎসকারা জানিয়েছিলেন, দগ্ধ সবার অবস্থা আশঙ্কজনক। তাদের শ্বাস নালী পুড়ে গেছে।

দগ্ধদের শরীরের ১০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুরে গেছে বলেও জানিয়েছিলেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!