• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ক্ষমা চেয়েও পার পেলেন না সরফরাজ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০১৯, ০৩:৫০ পিএম
ক্ষমা চেয়েও পার পেলেন না সরফরাজ

ছবি: সংগৃহীত

ঢাকা: ডারবানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান আন্দিলে ফেহলুকায়োকে ‘কালো’ বলে কটাক্ষ করেন সরফরাজ আহমেদ। বিষয়টি ধরা পড়েছিল স্টাম্প মাইক্রোফোনে। বিতর্কিত মন্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। ক্ষমা করে দিয়েছে বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্ষমা করলেও, ক্ষমা করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।  

বর্ণবাদী আচরণে অভিযুক্ত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে চার ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর ফলে রোববার (২৭ জানুয়ারি) জোহানেসবার্গে চতুর্থ ওয়ানডে ও সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে খেলতে পারবেন না সরফরাজ। শুধু তাই নয়, এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেও খেলতে পারবেন না তিনি।

তবে এই নিষেধাজ্ঞার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। এদিন সরফরাজের নিষেধাজ্ঞার বিষয়টি সামনে চলে চতুর্থ ওয়ানডেতে দুই দল টস করতে নামলে। সরফরাজের বদলে পাকিস্তানের হয়ে টস করতে নামেন শোয়েব মালিক! তখনই এ প্রসঙ্গে জানতে চাইলে শোয়েব বলেন, ‘আজকে সরফরাজকে চাচ্ছিলাম। কিন্তু এই ঘটনা... আমরা সবাই জানি আসলে কী হয়েছিলো। আমি আর এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে তারা আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি আমার সেরাটা দিয়ে খেলতে চাই।’

এ সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ ডু প্লেসিস জানিয়েছেন যে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সরফরাজকে, ‘আমরা যতটুকু জানতে পেরেছি সরফরাজকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৩৭তম ওভারে বল করছিলেন শাহীন শাহ আফ্রিদি। ওই ওভারেই জীবন পেয়ে যান ব্যাট হাতে প্রতিরোধ গড়া ফেলুকোয়ায়ো। মেজাজ হারিয়ে তখন বর্ণবাদী মন্তব্য করেন অধিনায়ক ও উইকেটকিপার সরফরাজ। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে পাকিস্তান অধিনায়ক তখন কী বলছিলেন, ‘আরে কালো, তোর মা কোথায় বসে আছে? আজ কী প্রার্থনা করছে তোর জন্য।’

এমন বর্ণবাদী আচরণ আইসিসির বিধি বহির্ভুত। তার ওপর বর্ণবাদী আচরণ তো ঘোরতর অপরাধ। তার মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় চলতে থাকে। সরফরাজ পরিস্থিতি বুঝে সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাইলেও আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে পাকিস্তান অধিনায়ককে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!