• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটানকে যে ভাবে হারাল সাবিনা-মৌসুমিরা, ভিডিওতে দেখুন


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৪, ২০১৯, ০৬:৫৩ পিএম
ভুটানকে যে ভাবে হারাল সাবিনা-মৌসুমিরা, ভিডিওতে দেখুন

ছবি: বাফুফে

ঢাকা: মিয়ানমারের সাফল্য নেপালে টেনে আনল বাংলাদেশের মেয়েরা। দিন কয়েক আগে ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করেছে বাংলার বাঘিনীরা। এবার ভুটানকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায় নেপালের বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সেই দুর্বলতা কাটিয়ে একের পর এক আক্রমন রচনা করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সাফল্য পায় বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে মনিকা চাকমার কর্নার থেকে ভুটান ডি-বক্সে সৃষ্ট জটলার সুযোগ নিয়ে প্লেসিং শটে লক্ষভেদ করেন  মিশরাত জাহান মৌসুমী (১-০)। সমীকরণ অনুযায়ী ১-০ গোলে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের।  

তবে আরেকটি সমীকরণ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। জয়ের ব্যবধানটা তিন গোলের বেশি হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে দরকার হতো ড্র। সেই লক্ষ্যে ৮২ মিনিটে গোল বাড়ানোর আরেকটি দারুণ সুযোগ হাজির হয়েছিল বাংলাদেশের সামনে। বদলি হিসেবে নামা তহুরা খাতুনের দুর্দান্ত শট ঝাঁপিয়ে রক্ষা করেন ভুটান গোলরক্ষক।  

তবে ৮৬ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোল আর ঠেকাতে পারেননি ভুটান গোলরক্ষক। ডানপ্রান্ত দিয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন লাল-সবুজ অধিনায়ক সাবিনা খাতুন। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
 
বাংলাদেশের আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। এই দুই দলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ভুটান। গ্রুপ ‘এ’ থেকে সেরা হওয়ার লড়াইয়ে শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক মেয়েদের কাছে হারলে সেমিফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে মোকাবেলা করতে হবে সাবিনা-মারিয়াদের।

ভিডিওতে দেখে নিন বাংলাদেশ-ভুটান ম্যাচের পুরো খেলা:  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!