সেনবাগে চুরি ডাকাতি রোধে রাত জেগে পাহারা

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ১২:০৬ পিএম

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ  উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে  চুরি, ডাকাতি ও  ছিনতাই রোধে রাত জেগে পাহার দিচ্ছে স্থানীয় এলাকাবাসী।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানকে ধারণ করে পুলিশের পাশাপাশি এলাকাবসী পালাক্রমে বিভিন্ন গ্রামে পাহারার ব্যবস্থা গ্রহণ করে। এলাকাবাসী ওই উদ্যোগে সাধুবাদ জানিয়ে পুলিশও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঝে মধ্যে সঙ্গ দিচ্ছেন।

মঙ্গলবার রাতে কেশারপাড় ইউপি বীরকোট গ্রামের ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিনের নেতেৃত্বে এলাকাবাসী  চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে স্বেচ্ছায় রাত জেগে গ্রাম পাহারার কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন-সেনবাগ থানার এএসআই কাউছার আহমেদ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেনবাগের কেশারপাড় , ডমুরুয়া ও কাদরা  ইউনিয়নে কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকে এলাকাবাসী ওই উদ্যোগ গ্রহন করে।

এমজেএ/এএস