দাদন ও সুদের কারণে বাড়ছে আত্মহত্যা মানববন্ধনে বক্তারা

  • অবজারভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৪:৩১ পিএম

নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সুদখোর ও দাদন ব্যাবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাদেবপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছ থেকে উপজেলার কিছু সংখক দাদন ব্যবসায়ী অসহায় মানুষকে টাকা দিয়ে তাদের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প নিচ্ছেন। একপর্যায়ে দেয়া মূল টাকার কয়েকগুণ টাকা দিয়েও সাধারণ মানুষ রেহায় পাচ্ছেন না এসব দাদন ব্যবসায়ীর হাত থেকে। দাদনের টাকা পরিষদ করতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। আবার সুদের টাকা না দিতে পেরে অনেকেই বাড়ি ঘর ছাড়ছেন এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে এই উপজেলাতে।

এসময় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায় ময়েন উদ্দীন ময়েন, যুগ্ম আহ্বায়ক সাকলাইন আহম্মেদ রকি, মাসুদুর রহমান, ভুক্তোভোগী পারুল আখতার, আলা উদ্দীন প্রমুখ।

এমএইউ/এইচএস