সড়কে ট্রাক্টর রেখে ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০২:২৭ পিএম

মুন্সীগঞ্জ: সড়ক আইন সংশোধনের দাবিতে প্রথম দিনের মতো মুন্সীগঞ্জে পরিবহন ধর্মঘট পালন করছে চালক ও শ্রমিকরা। আর এতে করে চরম ভোগান্তি পরেছে সাধারণ যাত্রীরা।

আজ বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ-ঢাকা রুট এবং গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

এছাড়া মুক্তারপুর চীন মৈত্রী সেতুর ঢালে বাস ট্রাক মালিক শ্রমিকরা বিক্ষোপ মিছিল করে এবং ব্যারিকেড সৃষ্টি সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঢাকামুখি সবগুলো বাসকাউন্টার বন্ধ করে রাখে বাস মালিকরা।

মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল জানান, সকাল থেকে মুন্সীগঞ্জ ঢাকা রুটে সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে। মুন্সীগঞ্জের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে শিমুলিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরী অলস সময় কাটাচ্ছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া বুধবার সকাল থেকেই পরিবহন শ্রমিকরা সড়ক-মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে মুন্সীগঞ্জের সাথে সড়কপথে ঢাকাসহ বিভিন্ন জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

সোনালীনিউজ/এইচএস