লালমনিরহাটে মিলেছে ৩০ রাজাকার

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০২:২৮ পিএম

লালমনিরহাট : বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে রোববার। এই তালিকায় লালমনিরহাটের ৩০ রাজাকারের নাম রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রথম পর্যায়ের এই তালিকায় লালমনিরহাট জেলার যে ৩০ জন রাজাকার রয়েছেন তারা হলেন: ইসতাকামুল হক, পিতা- মহিদুল, লালমনিরহাট, আবুল মোহসীন প্রামানিক, পিতা- মোজাহার আলী প্রা:, সাপটানা, লাল:, সৈয়দ আলী বিএ, পিতা- কেরামত আলী, সাপটানা, লাল:,সিদ্দিক হোসেন, পিতা শমসের আলী, কুলাঘাট, লাল:,তোরাব আলী, পিতা-রুস্তম আলী, হারাটি, লাল:, পান মামুদ, পিতা- নাসের আলী, ঢাকনাই, হারাটি, লাল:, আজিজুর রহমান, পিতা-তোতা মামুদ সরকার, কিশামত হারাটি, লাল:, নজরুল ইসলাম, পিতা- নইমুদ্দিন, কিশামত হারাটি, লাল:,ইউছুব আলী, পিতা- আছর উদ্দিন, মহেন্দ্রনগর, লাল:, মহির উদ্দিন, পিতা- নেহাতুল্লা, কিশামত হারাটি, লাল:, ইসাহাক আলী, পিতা- আব্দুল হামিদ, নগরহারাটি,লাল:, রফিকুল ইসলাম, পিতা- মনির উদ্দিন, হরিনচড়া লাল:, আবেদ আলী, পিতা-উমর আলী, হারাটি, লাল:,মোহাব্বত আলী, পিতা- আমির উদ্দিন, নওদাবাস, মহেন্দ্রনগর,লাল:,লিয়াকত আলী, পিতা- আছির উদ্দিন, আমবাড়ী, মহেন্দ্রনগর, লাল:, সহির উদ্দিন, পিতা- টগরু মামুদ, তালুক হারাটি, লাল:, আবু বকর সিদ্দিক, পিতা- খলিলুর রহমান, হারাটি, লাল:,কাশেম আলী, পিতা- গেন্দা শেখ, শিবেরকুটি, কুলাঘাট, লাল:,রুস্তম আলী, পিতা- ওসমান গনি, শিবেরকুটি, কুলাঘাট, লাল:,বেলায়েত আলী, পিতা- গেন্দু মিয়া, কোদালিহাটা, লাল:, সোলেমান, পিতা- আলীজান, বাবুপাড়া, লাল:, আব্দুল মজিদ, পিতা- উজির, বাবুপাড়া, লাল:,আব্দুল হামিদ, পিতা- আয়েজ উদ্দিন, বুমেরকুটি, লালমনিরহাট।

এছাড়াও এই তালিকায় রয়েছেন, লালমনিরহাট পৌরসভার মোহসীন আলী, সাঈদ আলী, কোরবান আলী, আলী আনসার, কেরামত আলী, দরবেশ আলী ও জোবেদ আলী মুন্সি। 

সোনালীনিউজ/এসএ/এএস