গরমে এসি চালিয়ে সরকারি কম্বল বিতরণ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১০:০৬ এএম

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় গরমের মধ্যে এসি চালিয়ে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলায় কোনো শীত নেই।

সরেজমিনে দেখা গেছে, ওই হলরুমে তিনটি এসি ও একটি পাখা চালু ছিল। কম্বল নেয়ার জন্য সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, তিনি অসুস্থ থাকার কারণে কম্বল বিতরণে বিলম্ব হয়েছে। তা না হলে সঠিক সময়ে কম্বল বিতরণ করা হতো।

প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে জেলাব্যাপী ৪ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়। পর্যায়ক্রমে কম্বলগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কম্বল পেতে নিয়ম অনুযায়ী প্রত্যেককেই স্বাক্ষর ও টিপসই দিতে হয়েছে।

সোনালীনিউজ/এএস