জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০২০, ১১:৫২ এএম

জামালপুর: জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে ৫টি উপজেলার ৩৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকায়।  প্রায় ২ লাখ মানুষ এখন পানিবন্দি। বন্যাদুর্গতরা শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে।

জেলা বন্যা ও পুনর্বাসন কর্মকর্তা মো: নায়েব আলী দুর্গত এলাকার জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫লাখ টাকা বরাদ্দ দেয়ার তথ্য নিশ্চিত করলেও বানভাসিদের দাবি, দুর্গত এলাকাগুলোতে বরাদ্দকৃত ত্রাণ এখনো পৌঁছায় নাই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আবু সাইদ জানান, তিনদিন ধরে তীব্র গতিতে পানি বাড়লেও গত ২৪ ঘন্টায় পানি স্থিতি অবস্থায় আছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলার ৫ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ। ইসলামপুরের যমুনার পাড়ের মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে তীরে উঠছে। অনেকে আত্মীয়দের বাড়িতে গেছে। কেউ কেউ রাস্তার ধারে উঁচু জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন।

সোনালীনিউজ/এসআই