নাটোরে মন্দিরে আগুন

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৬, ১২:২৫ পিএম

নাটোরের নলডাঙ্গায় একটি কালীমন্দিরে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় মন্দির চত্বরে লাগানো আম গাছ উপড়ে ফেলে তারা।

সোমবার গভীর রাতে উপজেলার শ্যামনগর কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্দির পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দাস ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে কমিটির সদস্যরা মন্দিরের দরজায় তালা দিয়ে চলে যায়। ভোর রাতে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং আগুন জ্বলতে দেখে। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে মন্দিরের ভেতরে কাঠের এবং বাঁশের কিছু খুঁটি ও তীর পুড়ে যায়। তবে মন্দিরে কোনো প্রতিমা বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে এলাকায় চাপা ক্ষোভ দেখা বিরাজ করছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত মন্দিরে পেট্রল দিয়ে আগুন ধরানোর চেষ্টার কথা স্বীকার করে আরো জানান, এটা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি স্থানীয়দের সঙ্গে মন্দির কমিটির সদস্যদের কোন বিরোধের জেরে ঘটে থাকতে পারে।

সোনালীনিউজ/এমএইউ