চিকিৎসা নিলেন রিমান্ডে থাকা এসআই আকবর

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০, ১১:১১ এএম

সিলেট: রায়হান আহমদ হত্যা মামলায় সাতদিনের রিমান্ডে আছেন এসআই(বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. আওলাদ হোসেন কড়া নিরাপত্তায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসকরা চেকআপ করে তাকে সুস্থ ঘোষণা করলে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পিবিআই কর্মকর্তারা আকবর হোসনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

গত ৯ নভেম্বর কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে স্থানীয় সোর্সের মাধ্যমে এসআই আকবরকে গ্রেফতার করে জেলা পুলিশ। এরপর দিন ১০ নভেম্বর তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোনালীনিউজ/এমএইচ