লালমনিরহাটে ১১টি দোকানে দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০, ০৫:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট : সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় হক মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ১১টি দোকানসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজামান সুজন প্রমুখ।

মার্কেটে সভাপতি আবুল কাশেম (৫৫) বাংলাদেশের আলো-কে বলেন, সকালে হক মার্কেটের স্থানীয় ডিস কন্ট্রোল রুমে প্রথমে আগুন লাগে । এরপর মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে মার্কেটের অন্য দোকানগুলোতে। আগুনের দৃশ্য দেখা মাত্র আমরা ফায়ার সার্ভিসে ফোন করি । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । মার্কেটে  ফার্মেসী শপ, জুয়েলারি শপ, মোবাইল শপ, টেইলার্সের কারখানাসহ ছোট বড় মোট ১১টি দোকান ভস্মীভূত হয়েছে । তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ বের করতে পারি নি । তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১১টি দোকানের প্রায় দেড় কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাহেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ডিস কন্ট্রোল রুমের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে । তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ