বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ১১:৩৪ এএম

সাভার: সাভারে অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসী ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

সাভারের রেডিও কলোনী র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান ও র‌্যাব ৪, এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দিদার ফার্মেসীর মালিক দিদার হোসেন (৪২) কে বিক্রয় নিষিদ্ধ ও বিভিন্ন অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা, হারুন ফার্মেসীর মালিক মিতু আক্তারকে একই অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া আরও ২টি ফার্মেসী হতে বিক্রয় নিষিদ্ধ ও বিভিন্ন অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং ধংস করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন ঔষুধ পরিদর্শক কৌশিক চন্দ্র মন্ডল। 

সোনালীনিউজ/এআই/এসআই