ইটভাটায় বকেয়া ভ্যাট আদায়ে কাষ্টমস অফিসের অভিযান

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৮:৩৭ পিএম
প্রতিনিধি

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ইটভাটাগুলোর বকেয়া ভ্যাট আদায়ের লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা কাষ্টমস অফিসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার তপন চন্দ্র দেব। 

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর কাষ্টমস অফিসের সুপারিন্টেন্ডেন্ট বেলাল হোসেন সহ গাংনী থানা পুলিশের একটি দল।

কমিশনার তপন চন্দ্র দেব জানান, মেহেরপুর জেলায় ভ্যাট ফাঁকি দিয়ে ১০৪ টি ইটভাটা অবৈধভাবে ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে।

জেলায় ইটভাটা গুলো থেকে সাড়ে ৪ কোটি টাকা কর বাকি রয়েছে। গত কয়েকদিন অভিযান চালিয়ে বিভিন্ন ইটভাটায় ৫ লাখ টাকার বকেয়া ভ্যাট  আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ইটভাটা থেকে ট্রাক বা ট্রলি যোগে ইট সরবরাহ করার সময় গাংনী বাসষ্ট্যান্ডে ৪/৫ টি ইটের গাড়ি আটক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।  

সোনালীনিউজ/এমএএইচ