সিরাজগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৬, ০৯:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীতে এক গৃহবধূকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যার পর পুলিশ পশ্চিমপাড়ার হাজী মীর আব্দুর রশিদের ভাড়াটিয়া বাড়ি থেকে ওই গৃহবধূর রক্তাত্ত লাশ উদ্ধার করে। এ ঘটনার পর গৃহবধূর স্বামী দুই শিশু সন্তানসহ পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, চলতি মাসের ১১ তারিখ বাবুমিয়া নামে এক শ্রমিক ওই গৃহবধূকে স্ত্রী পরিচয় দিয়ে দুই শিশু সন্তানসহ হাজী মীর আব্দুর রশিদের বাড়ির একটি রুম ভাড়া নেয়। এলাকার কেউ তাদের চিনতো না। রবিবার সন্ধ্যার পর বাড়ির মালিক হাজী আব্দুর রশিদ ভাড়াটিয়ার ঘরের ভিতরে কারও সাড়া শব্দ না পেয়ে ঘরে উকি দেন। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রাতেই লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আগের রাতে কোন এক সময় ওই গৃহবধুকে কুপিয়ে হত্যার পর স্বামী বাবুমিয়া দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চন্দনগাতী গ্রামের আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করা হয়েছে। সে বাবুকে ওই বাড়িতে ভাড়া নিতে সহায়তা করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/মে