কক্সবাজার : কলাতলীর পর্যটন জোনের আলম গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে হোটেলের কক্ষে ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও তার দুই সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার সঙ্গে থাকা নুপুর (১৮) নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিজের শিশুকন্যা ও স্ত্রীকে রেখে ওই তরুণীর সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন সঞ্জয়।
আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে রুম ভাড়া নেন সঞ্জয়। পরে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সোনালীনিউজ/এমএস