বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়কের পাশে সাকিব হাওলাদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের বাসিন্দা। তিনি জসিম হাওলাদারের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সাকিব নিয়মিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এদিকে দুমকী থানার ওসি সেলিম মাহমুদ জানান, বুধবার রাতে সাকিব নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। রাত আনুমানিক ৮টার দিকে তার অবস্থান পটুয়াখালী এলাকায় দেখা গেলেও এর পর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাকিবের বাবা-মা বৃহস্পতিবার সকালে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করতে থানায় আসার পথে খবর পান যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ উদ্ধার হয়েছে। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া মরদেহটি সাকিব হাওলাদারের। বাকেরগঞ্জ থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএইচ