রাজাপুরে দুই জেলেকে অর্থদন্ড

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৪:৪৪ পিএম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বড়ইয়া এলাকার মৃত মোহবাত আলীর ছেলে মো. নাছির (৩৮), মো. মোতাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।

উপজেলা মৎস্য অফিস জানায়, সকাল ৭টার দিকে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে আটক দুই জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

সোনালীনিউজ/এনএ/এসআই