উন্নয়ন ও সামাজিক খাতকে অধিক গুরুত্ব

পাইকগাছা পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৬, ০১:৩৬ পিএম

পাইকগাছা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় সাড়ে ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গত ৩০ জুন  বৃহস্পতিবার সকালে পৌর ভবনে বাজেট ঘোষনা করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

বাজেটে ১৮ কোটি ১৫ লাখ ৮ হাজার ৪শ ২৭ টাকা আয়, ১৭ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ২শ ৪ টাকা ব্যয় এবং ৬৬ লাখ ১৩ হাজার ২শ ২৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে উন্নয়ন ও সামাজিক খাতকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অফিস ভবন ও বাসষ্ট্যান্ড এর জন্য জমি অধিগ্রহণ বাবদ ১ কোটি, পৌর মার্কেট নির্মাণ বাবদ ১ কোটি, ভাস্কর্য নির্মাণ বাবদ ২ লাখ, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাবদ দেড় লাখ, দরিদ্র মেয়েদের বিবাহ বাবদ ১ লাখ, তামাক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রচারাভিযান বাবদ ২০ হাজার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাবদ ২০ হাজার, অন্ত্যজ জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ব্যয় বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহবুবর রহমান রঞ্জু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রবি শংকর মন্ডল, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, মোঃ আলাউদ্দীন গাজী, আসমা আহম্মেদ, কবিতা দাশ ও সরবানু বেগম, পৌর সচিব তুষার কান্তি দাশ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, উত্তম কুমার, জিয়াউর রহমান, সাঈদুর রহমান, ইমদাদুল হক, কবিতা রানী, বিদ্যুৎ কুমার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই