দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, সাবেক এমপি রেদোয়ান আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২২, ০৪:৩১ পিএম

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলি ছোড়ার অভিযোগে কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (০৯ মে) দুপুরে চান্দিনা কলেজ মাঠ এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- জনি সরকার ও নাজমুল হোসেন নাইম। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

জানা যায়, সোমাবার চান্দিনা কলেজ মাঠে ঈদ পুনর্মিলনী সমাবেশ ডাকে এলডিপির সাবেক সংসদ সদস্য গ্রুপ। একই দিনে রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ যৌথ কর্মীসভা ডাকে। এতে চান্দিনা মাঠে সমাবেশে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

সোমবার দুপুর দুইটার দিকে সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ কলেজের গেইট থেকে বের হলে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা তার গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

এক পর্যায়ে রেদোয়ান আহমদ ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ। এতে ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

২০০১ সালে রেদোয়ান বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সরকারের শাসন আমলের শেষ দিকে বিএনপি থেকে বেরিয়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

সোনালীনিউজ/আইএ