অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন : ডা. জাফরুল্লাহ

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২২, ১২:৫৬ পিএম
ফাইল ফটো

রাজশাহী : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। সুষ্ঠুভাবে নির্বাচন করুন। অতীত ইতিহাস দেখে শেখা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের জন্য হলে হবে না। পর্যাপ্ত সময় দিতে হবে।

সোমবার (১৬ মে) বিকেলে রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত ঐতিহাসিক ‘ফারাক্কা লং মার্চ’ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন ও সুশাসন দেন। রাগ, ক্ষোভ কমানোর জন্যই একটা অন্তবর্তীকালীন সরকার প্রয়োজন। যারা রাগ কমাবে, সুশাসন আনবে, শান্তি ফেরাবে। তারপর একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে। নির্বাচনে যে-ই জিতুক, সে-ই আসবে। তবে রাগ থাকবে না, ক্ষোভ থাকবে না।

তিনি আরও বলেন, দেখেন আজকে প্রায় দুই কোটি পরিবার অর্ধাহারে-অনাহারে আছে। এমনকি আপনার মতো, আমার মতো মধ্যবিত্তরা, প্যান্ট-শার্ট পরা লোকেরা টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে ভিখারি জাতিতে পরিণত হয়েছি আমরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে আপনাদের সামনে বড় কঠিন সময় আসছে। শ্রীলঙ্কাকে দেখে শেখা উচিত। দশ দিন পূর্বেও পৃথিবীর কোনো বিশেষজ্ঞ বলেন নাই শ্রীলঙ্কায় আগুন জ্বলবে। তাই বলছি, মানুষের ধৈর্যের সীমা আছে। ধৈর্যের সীমা অতিক্রম করবেন না।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, অনেকে বলেন, শ্রীলঙ্কা হবে না। কেমনে জানে? শ্রীলঙ্কা তো শান্তির দেশ। তাদের জাতীয় বীর জাতীয় বেইমান হয়ে গেছে। সুতরাং সাধু সাবধান। জনগণের পেটে ক্ষুধার বড় জ্বালা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামূল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ।

সোনালীনিউজ/এনএন