পীরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০১৬, ০২:০১ পিএম

পীরগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নস্থ একান্নপুরে নিজ পরিবারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শালিস বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ সহ বেশ কিছু পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়েছে।

জানা যায়, গত ২৩ জুলাই বিকালে ঐ এলাকার বাগানবাড়ি নামক স্থানে স্থানীয় ইউ’পি সদস্য মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে জমি জমা বিরোধ মীমাংসিতের লক্ষ্যে শালিস বৈঠক ডাকে। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মৃত ইমাম উদ্দিনের পুত্র চাচা হবিবর রহমান মৃত মশিউর উদ্দীনের পুত্র ভাতিজা আবু তাহের কালু (৫৫)-কে লাঠি দিয়ে আঘাত করে। সে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। গত ২৪ জুলাই মৃতের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ.কে.এম শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যের পরিবারে পক্ষে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ