গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • টাঙ্গাইল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৩:১৯ পিএম
প্রতিনিধি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে রান্না ঘরে চুলায় ভাতের পাতিল রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোছা. রেনু বেগম (৪৯) নামে এক নারী।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রহিজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রেনু বেগম চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার (৮ আগস্ট) রহিজের বোনের মৃত্যুতে জানাজায় গিয়েছিল রহিজ ও তার দুই ছেলে এবং মেয়ে। কিন্তু রহিজের স্ত্রী না গিয়ে একাই বাড়িতে ছিলেন। পরে মঙ্গলবার সকালে ঘরের ধর্নার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

নিহতের মা জানান, ‘মানসিক ভারসাম্যহীন রোগী ছিল রেনু। মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করত। চিকিৎসা করাতে চাইলেও সে চিকিৎসা করতে চাইতেন না। আজ সকালে রান্না ঘরে ভাত রান্না করছিল। একপর্যায়ে চুলায় ভাতের পাতিল রেখেই পরিবারের লোকজনদের চোঁখ ফাঁকি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে রেনু।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনিভাবে প্রক্রিয়াধীন।

সোনালীনিউজ/এইচএম/এসআই