আলোচিত শান্ত হত্যা : পলাতক সাজিবের মালামাল জব্দের আদেশ 

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৬:২৫ পিএম

কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী আমেরিকা পলাতক সাজিবের মালামাল জব্দের আদেশ জারি করেছে আদালত। 

সোমবার (১৫ মে)  দুপুরে ৪নং আমলী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ওমর ফারুক এই আদেশ দেন। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর পলাতক সাজিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, 'শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। এর আগে বিজ্ঞ আদালত সাজিবসহ চার আসামীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ আজ দুপুরে পলাতক প্রধান আসামী সাজিবের মালামাল জব্দেে আদেশ দেন। 

প্রসঙ্গত, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুরির আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন। 

নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

সোনালীনিউজ/এমএএইচ