সাড়ে ৮বছর পর মানহানির মামলায় খালাস সাংবাদিক

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৭:৪৬ পিএম

রংপুর: সাড়ে ৮ বছর পর রংপুরে আলতাফ হোসেন নামে এক সাংবাদিকের নামে করা মানহানির মামলায় খালাস দিয়েছেন আদালত। ওই সাংবাদিক দৈনিক প্রথম আলোর বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি।

মঙ্গলবার (৩০মে) দুপুরে রংপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী এ রায় দেন।

২০১৪ সালে কাবিখার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আগাম প্রকল্প বাস্তবায়নের নামে একটি প্রতিবেদন প্রকাশের পর মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুবক্কর সিদ্দিক।দীর্ঘ সাড়ে ৮ বছর পর মানহানির এ মামলায় সাংবাদিক আলফ হোসেনকে খালাস দিলেন বিচারক।

সাংবাদিক আলতাফ হোসেন বলেন, এই সাড়ে ৮বছর ধরে চুক্তি-তর্ক ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ খালাস দিয়েছেন বিচারক। আমি খুশি আমি ন্যায় বিচার পেয়েছি। তবে সাড়ে ৮বছর ধরে মামলা নিয়ে থানা-পুলিশ কোর্টের চক্কর কেটে যে হয়রানি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মত নয়।

হয়রানির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবেন কিনা প্রসঙ্গে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ের কাগজ এখনো হাতে পাইনি। পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। সাংবাদিকের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবি সিরাজ আহম্মেদ ও শিরিন আক্তার।

সোনালীনিউজ/এম