জয়পুরহাটে গৃহবধূ হত্যা, স্বামী আটক

  • জয়পুরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৬, ০৩:৪১ পিএম

জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম কোমরগ্রাম গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

পুলিশ জানায়, রোববার রাতের কোন এক সময় কোমরগ্রামের রেজাউল (৪০) তার স্ত্রী বেনু আরাকে (৩৫) বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে খরের গাদায় ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ আজ সোমবার (২৯ আগস্ট) ভোরে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে এবং সেই সঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেজাউল ও বেনু আরার ঘরে দুটি সন্তান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে আটক রেজাউল। তবে ঠিক কি কারণে হত্যা করেছে তা এখনো জানায়নি।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তৎপর হওয়ার কারণে ঘাতককে আটক করা গেছে। জিজ্ঞাসাবাদে হত্যার আসল কারণ জানা যাবে। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর