ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০১:৩২ পিএম

ঝিনাইদহ: ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামী লীগ. বিএনপির নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি দুটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম-উল-আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা নির্বাচন অফিস পৌরসভা সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন 

১৯৯৪ সালের এসএসসি ব্যাচ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আওয়ামীলীগের নেতেৃত্বে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবসে। এছাড়াও সরকারী হাসপাতাল,শিশুসনদ/এতিমখানা ও কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে থেকে।

সোনালীনিউজ/এআর/এসআই